বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সাংবাদিক মামুনুর রশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূিচ পালন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিক মামুনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন। সাংবাদিক মামুনুর রশীদ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডেইলি অবজারভার পত্রিকার সিনিয়র রিপোর্টার।
মানববন্ধনে ক্র্যাব সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে বক্তব্য দেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানি, ক্র্যাবের সহ-সভাপতি সাব্বির মাহমুদ, ক্র্যাব বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকন, ডিআরইউ’র দপ্তর সম্পাদক নয়ন মুরাদ, ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, ক্র্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক নিত্য গোপাল তুতু, সাতক্ষীরা জার্নালিস্ট ক্লাবের সদস্যসচিব কামরুজ্জামান কাজল প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সরোয়ার আলম। এ ছাড়াও মানবন্ধনে ক্র্যাব, ডিআরইউসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।