Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই যুবক গ্রেফতার

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো মোঃ মুন্না (৩০) ও মোঃ আলামিন (৩২)। গত বুধবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রফিউদ্দৌলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে  ১ হাজার টাকার নোটের ৪৬টি বান্ডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ