বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সাথে ব্লাড নিয়ে প্রতারণার অভিযোগে দালাল মো. শহীদকে আটক করো হয়েছে। পরে হাসপাতালের পরিচালকের কাছে নিয়ে গেলে তিনি শাহবাগ থানার পুলিশের কাছে শহীদকে সোপর্দ করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় শাহাবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র মতে, গতকাল সন্ধ্যায় ঢামেকের জরুরী বিভাগের এক রোগীকে ব্লাড পাইয়ে দেয়ার নামে ভুয়া ব্লাড দিলে রোগীর স্বজনরা তা বুঝতে পারে। ব্লাড নিয়ে প্রতারণা করায় তাৎক্ষনিক দালাল শহীদকে আটক করে। পরবর্তীতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে হাসপাতালের পরিচালকের কাছে নিয়ে যায়। পরিচালক হাসপাতাল বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান দালাল শহীদকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে শহীদ আটক হওয়ার পর দালাল চক্রের হোতা মো. খোকন ও রুহুল হাসপাতাল থেকে পালিয়েছে। একই সঙ্গে অন্য দালালরা গাঁ ঢাকা দিয়েছে। এদিকে এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে শাহবাগ থানা সূত্রে জানা য়ায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।