বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গী সংবাদদাতা : বর্তমান সরকার মানুষের কাছে ওয়াদা রক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো শ্রমিককে অসহায় থাকতে যাতে না হয় সে লক্ষ্যে শ্রমিকবান্ধব কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, নারী শ্রমিকদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে। শ্রমিকদের সন্তানরা সরকারি মেডিক্যাল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে তিন লাখ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য প্রত্যেককে ওই তহবিল থেকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে। কোনো শ্রমিক ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য ১ লাখ টাকা করে দেয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় টঙ্গীস্থ আইআরআই মিলনায়তনে টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের উত্তরাধিকার পোষ্যগণকে সর্বমোট ১ কোটি ১৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এ এম এম আনিসুল আউয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদফতরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) সৈয়দ আহম্মদ।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ২০১৬ইং তারিখে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো ফয়েলস লি: নামক কারখানায় এক ভয়াবহ অগ্নিকা- সংঘটিত হয়ে কারখানা ভবন ধ্বসে পড়ে। এতে ৪০ জন নিহত এবং ৬০ জন আহত হয়। এসব অনুদান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে ২ লাখ টাকা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সংগৃহীত আরো ১লাখ টাকা নিহত প্রত্যেককে মোট ৩ লাখ টাকা, আহত প্রত্যেক শ্রমিকদের ৫০হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।