Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এডিবি বেপজাকে সহায়তায় আগ্রহী

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) মি. ওয়েনচাই ঝ্যাং বলেছেন, এডিবি ভবিষ্যতে বেপজাকে সহায়তায় আগ্রহী। গতকাল ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ এলাকা সফরকালে তিনি একথা বলেন। তিনি মন্তব্য করেন ‘ঈশ্বরদী ইপিজেডে আসতে পেরে আমি আনন্দিত এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে বেপজা আরো ভূমিকা রাখবে।’ বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (প্রকৌশল) মো : মোসাদ্দেক আলী এডিবি ভাইস প্রেসিডেন্টকে বেপজার সার্বিক বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, আমাদের বর্তমান সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নে কাজ করছে যার জন্য প্রয়োজন উচ্চমাত্রার অর্থনৈতিক অগ্রগতি। বেপজা এই রূপকল্প বাস্তবায়নের গর্বিত অংশীদার। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষত বেপজাধীন শিল্পাঞ্চলসমূহে অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎকেন্দ্র ও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনে এডিবির সহায়তা কামনা করেন। তিনি ইপিজেডের শ্রমিক-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতার আহŸান জানান। তিনি বলেন, ইপিজেডের প্রধান আকর্ষণ হচ্ছে শান্তিপূর্ণ বিনিয়োগ পরিবেশ এবং এর মূলে রয়েছে শ্রমিক-মালিক-ব্যবস্থাপনার ঐকতান। ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক মো : রুহুল আমিন মাল্টিমিডিয়া প্রেজেন্টশনের মাধ্যমে বিনিয়োগ, রফতানি ও কর্মসংস্থানে ইপিজেডের ক্রমবর্ধমান সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দেশের ৮টি ইপিজেডের ৪৬৩টি চালু শিল্পে ৪ লাখ ৬১ হাজার ৫১৩ জন শ্রমিক কর্মরত। বেপজায় বিনিয়োগ হয়েছে ৪.১৮ বিলিয়ন মার্কিন ডলার এবং চালু শিল্পসমূহ থেকে রফতানি হয়েছে ৫৫.৯২ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য। পরে এডিবি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লিসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল দেশের প্রথম পরিবেশবান্ধব লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত বাংলাদেশী মালিকানাধীন তৈরী পোশাক শিল্প ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড পরিদর্শন করেন। বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মিসেস নাজমা বিনতে আলমগীর এ সময় তার সঙ্গে ছিলেন। মি. ঝ্যাং কারখানাটির সার্বিক পরিবেশের প্রশংসা করেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এডিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ