Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ধামরাইয়ে পিঠা প্রদর্শনী

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : শীতকালে গ্রাম-বাংলার ঐতিহ্য অতিথি আপ্যায়নের এক অনন্য নাম পিঠা। শত রকমের  পিঠার সাথে পরিচিত না হলেও  পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গতকাল বৃহস্পতিবার সমাজ ও জাতি গঠন (সজাগ) নামের একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন উপজেলার কালামপুরে প্রধান সেন্টারে এ পিঠা উৎসব প্রদর্শনীর আয়োজন করে। সজাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ কর্ম এলাকার অফিস থেকে এ পিঠা তৈরি করা হয়। পরে সজাগের প্রধান সেন্টারের হলরুমে প্রায় শতাধিক রকমের তৈরিকৃত পিঠা প্রদর্শন করা হয়। এ ব্যাপারে সজাগের পরিচালক আব্দুল মতিন বলেন, এ সব পিঠা আমার সংগঠনের সদস্যরা তৈরি করেছে। আগামিতে আরো বড় করে এ পিঠা উৎসব পালন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ