রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : স্বামীর সাথে অভিমান করে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এসিড খেয়ে মারা গেছে এক সন্তানের জননী গৃহবধূ জ্যোতি রানী (২২)। এ ঘটনা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন গ্রামে ঘটেছে। জানা গেছে, প্রায় ৪ মাস আগে রামজীবন গ্রামের ধীরেন চন্দ্রের পুত্র পলাশ চন্দ্রের স্ত্রী জ্যোতি রানী একটি সন্তান প্রসব করে। এরপর থেকেই জ্যোতি রানী বিভিন্ন রোগে ভুগছিল। ভ্যানচালক স্বামী পলাশ সংসার চালানোর পাশাপাশি অতিকষ্টে স্ত্রীর চিকিৎসার খরচ জুগিয়ে আসছিল। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। গত বুধবার সকাল ১০টার দিকে স্ত্রীর ওষুধপত্র নিয়ে বাড়িতে ফিরলে তার ভাল চিকিৎসা করা হচ্ছে না বলে স্বামী পলাশের নিকট স্ত্রী জ্যোতি দাবি করে। স্ত্রীর এমন অভিযোগে স্বামী পলাশ রেগে স্ত্রীকে চড়-থাপ্পড় মেরে কাজের জন্য বাহিরে চলে যায়। এরপর রাগে-ক্ষোভে জ্যোতি বাড়িতে সৌর বিদ্যুতে ব্যবহৃত এসিড খেয়ে ফেলে। এসিড খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জ্যোতি। ইউপি সদস্য নিবারণ চন্দ্র জানায়, জ্যোতির বাচ্চা হওয়ার পর বিভিন্ন রোগে আক্রান্ত হয় সে। স্বামী অভাব-অনটনের মধ্যে চিকিৎসা করালেও তা সন্তোষজনক মনে না হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। একপর্যায়ে রাগে-ক্ষোভে জ্যোতি এসিড পান করে। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান ঘটনার কথা শুনেছি কিন্তু লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।