Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল ২ হাজার মুরগি

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : বুধবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পিরোজপুরের মঠবাড়িয়ায় বড়মাছুয়া গ্রামে একটি মুরগীর ফার্ম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে খামারে থাকা প্রায় দুই হাজার সোনালী জাতের মুরগী ও মুরগীর ছানা, ছয় হাজার ডিমসহ মজুদকৃত মুরগীর খাবার ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকা-ে ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছাই হয়ে যায়। উপজেলার বড়মাছুয়া গ্রামের ক্ষতিগ্রস্ত খামার মালিক মোঃ বশীর হাওলাদার জানান, তিনি দীর্ঘদিন প্রবাস জীবনে থেকে দেশে ফিরে বেকারত্ব মোচনে কয়েক লাখ টাকা ব্যায় করে গ্রামের বসত বাড়ি লাগোয়া মুরগীর খামাটি গড়ে তোলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি খামারে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই খামারের জীবন্ত মুরগী, ডিম, খাবার ও মালামাল পুরে ছাই হয়ে যায়। স্থানীয় থানা পুলিশ ও দমকল বাহিনী বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খামারে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ