রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : পাহাড়ি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় পণ্যবাহী গাড়ীতে গুলিবর্ষণ-অগ্নিসংযোগ ও এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভূঁইয়া, ছাত্র পরিষদের জেলা শাখার যুগ্ম-সম্পাদক জাহেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল। সংবাদ সম্মেলন থেকে পাহাড়ি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান এবং ‘আদিবাসী’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ‘আদিবাসী’ শব্দের ব্যবহারের নিন্দা জানান বক্তারা। এছাড়া ৮ দফা দাবি আদায়ে আগামী ১৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ তিন পার্বত্য জেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।