রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে মঙ্গলখালী এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় করাতকল ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদক ব্যবসায়ীর হামলায় আহত মঙ্গলখালী এলাকার ব্যবসায়ী ও যুবদল নেতা মঞ্জুর ইসলাম জানান, প্রতিবেশি কবির হোসেনের ছেলে আকাশ (২২), সন্ত্রাসী নয়ন চান মিয়ার ছেলে সুরুজ মিয়া, নয়নের ছেলে পিয়াল হোসেন ও মাদক সম্রাজ্ঞি তাছলিমা দীর্ঘদিন যাবৎ মঙ্গলখালী এলাকায় মাদক ব্যবসায় করে আসছে। সম্প্রতি তাদের বাড়িতে অপরিচিত মাদকসেবীরা যাতায়াত ও মাতলামী করার প্রতিবাদ করায় গত মঙ্গলবার ১ম দফায় তার ছোটবোন সেলিনা পারভীন হাসি, মা মজিরুন নেছা ও ভাইবউ আফরোজাকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদে বিচার দায়ের করলে ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলখালীর হেফজ ও এতিমখানার অধ্যক্ষ কক্ষেই ব্যবসায়ী মঞ্জুরকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় উক্ত মাদক ব্যবসায়ীরা। এতে গুরুতর আহত হয়ে ব্যবসায়ী মঞ্জুর ইসলাম রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ সময় মাদক ব্যবসায়ী নয়ন ও আকাশ এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বলে জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নবী হোসেন বলেন, ব্যবসায়ী মঞ্জুরের পরিবারের সদস্যদের উপর হামলা বিষয়ে বিচার চাওয়ায় পুনরায় তারা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।