Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাদক বিক্রিতে বাধা দেয়ায় মহিলাসহ ৫ জনকে পিটিয়ে আহত

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে মঙ্গলখালী এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় করাতকল ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদক ব্যবসায়ীর হামলায় আহত মঙ্গলখালী এলাকার ব্যবসায়ী ও যুবদল নেতা মঞ্জুর ইসলাম জানান,  প্রতিবেশি কবির হোসেনের ছেলে আকাশ (২২), সন্ত্রাসী নয়ন চান মিয়ার ছেলে সুরুজ মিয়া, নয়নের ছেলে পিয়াল হোসেন ও মাদক সম্রাজ্ঞি তাছলিমা দীর্ঘদিন যাবৎ মঙ্গলখালী এলাকায় মাদক ব্যবসায় করে আসছে। সম্প্রতি তাদের বাড়িতে অপরিচিত মাদকসেবীরা যাতায়াত  ও মাতলামী করার প্রতিবাদ করায় গত মঙ্গলবার ১ম দফায় তার ছোটবোন  সেলিনা পারভীন হাসি,  মা মজিরুন নেছা ও ভাইবউ আফরোজাকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদে বিচার দায়ের করলে ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলখালীর   হেফজ  ও এতিমখানার অধ্যক্ষ কক্ষেই ব্যবসায়ী মঞ্জুরকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় উক্ত মাদক ব্যবসায়ীরা। এতে গুরুতর আহত হয়ে ব্যবসায়ী মঞ্জুর ইসলাম রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ সময় মাদক ব্যবসায়ী নয়ন ও আকাশ এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বলে জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নবী হোসেন বলেন, ব্যবসায়ী মঞ্জুরের পরিবারের সদস্যদের উপর হামলা বিষয়ে বিচার চাওয়ায় পুনরায় তারা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় তাদের দৃষ্টান্তমূলক  শাস্তি দাবি করেন তিনি।  এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ