Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

বগুড়া অফিস | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:৫৫ পিএম

বগুড়া অফিস : বগুড়ার শাজাহানপুর উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় তাজনুর রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজনুর উপজেলার খরনা খুলুপাড়ার দিনমজুর আব্দুস সোবহানের ছেলে।

প্রত্যদর্শীরা জানান, তাজনুর স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। বেলা দেড়টার দিকে তিনি মহাসড়কের পাশ দিকে হেঁটে পাশের একটি দোকানে যাচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১৯৩৪) তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ