Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের দুর্দশার কথা শুনলেন তিন দেশের হাইকমিশনাররা

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:৩৫ পিএম

কক্সবাজার অফিস : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় রোহিঙ্গারা তাদের দুঃখ দুর্দশার কথা জানান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান ব্রিটেনের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, কানাডার হাইকমিশনার বিনো পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ জুলিয়া নিব্লেট।

পরে তারা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তারা উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, সকাল ১০টার দিকে কুতুপালং ক্যাম্প সংলগ্ন এসিএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

বুধবার রাতে কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। ৩১ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধিদল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।৩ দেশের হাইকমিশনার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ