Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

গুলশান-বনানী এলাকায় গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে সরকারের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, এয়ারপোর্ট, বেইলি রোড ও মিন্টু রোড এলাকার বিভিন্ন বাসায় পানি গরমের জন্য বসানো ওয়াটার গিজার থেকে গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে সরকারের আদেশ ৪ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।  গতকাল বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম. ফারুকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ১২ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। গতবছর ৩০ নভেম্বর তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ এলাকার বিভিন্ন বাসায় পানি গরম করার জন্য বসানো ওয়াটার গিজার থেকে গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গুলশানের ৭৯ রোডের ১৫ নম্বর বাড়ির মালিক আশিক এলাহিসহ ২০ জন রিট আবেদন করেন। তাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম।  
   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ