Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজানা রোগে ১৩ শিক্ষার্থী অসুস্থ ৫ জন হাসপাতালে

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : গতকাল বুধবার সকালে রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা দারুল সুন্নাহ ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে।  অসুস্থ ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৮ জনকে মাদ্রাসা থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।
বৃচাত্রা দারুল সুন্নাহ ফাজিল মাদ্রাসার শিক্ষক মো: আবুল বাশার জানান, গত সোমবার মাদ্রাসা চলাকালীন সময়ে হঠাৎ করে ১০ জন শিক্ষার্থীর মাথাব্যথা আর শ্বাসকষ্ট শুরু হয়। তাদের মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়। এরপর মঙ্গলবার আবার ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদেরও চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠানো হয়। গতকাল বুধবার আবার ১৩ জন অসুস্থ হয়ে পড়লে ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের নার্স শান্তা পারভীন জানান, এই রোগের নাম মাছ সাইকোসিস/গণহিস্টিরিয়া, তবে ভয়ের কোনো কারণ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ