Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবা ও এলজি উদ্ধার টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত-১

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর দু’-পক্ষের বন্দুকযুদ্ধে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের মৃত অছিউর রহমানের ছেলে সুলতান আহমদ ওরফে চামড়া বাদশা (৩৫)।  এ সময় তার সাথে থাকা ২ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) ও ২টি জিনসিন সিরাপ উদ্ধার করা হয়।
 ৮ ফেব্রুয়ারি (বুধবার) স্থল বন্দর সংলগ্ন কেরণতলী চাড়িয়ং পাহাড়ী এলাকা হতে এসআই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা ইয়াবা পাচার নিয়ে দু’পক্ষের মধ্যে গুলাগুলিতে এ ঘটনা ঘটেছে। তার পরিবারের লোকজন তার লাশটি শনাক্ত করে।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানিয়েছেন, ভোরে গুলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর টেকনাফ- কক্সবাজার সড়কের টেকনাফ স্থল বন্দরের বিপরীতে কেরণতলী চাড়িয়ং নাম পাহাড়ি এলাকায় সুলতান আহমদ ওরফে চামড়া বাদশার লাশটি উদ্ধার করা হয়। এ সময় ১০ প্যাকেট ইয়াবা, ২টি জিনসিন সিরাপ ও একটি দেশীয় তৈরি অস্ত্র পাওয়া যায়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ