Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবি ছোটভাই হানিফের

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আখাউড়া উপজেলা সংবাদদাতা : দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের ছোট ভাই আবু হানিফ সাইফুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই নিরহংকারী মানুষ ছিলেন, ডাক দিলেই যে কোন সময় মানুষের পাশে ছুটে যেতেন’ কথাগুলো বলতে বলতেই কান্নায়  ভেঙে পড়েন ।
হানিফ তার ভাইয়ের হত্যাকারী পৌর মেয়রের ফাঁসি দাবি জানিয়ে বলেন, ভাইয়ের মৃত্যুর শোকে আমার নানিও মৃত্যুবরণ করেন। সেদিন দুইজনের লাশ নিয়ে আমি সারারাত নির্ঘুম কাটিয়েছি। দুটি লাশ কবরে রেখে বিচারের আশায় প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়েছি। আমার মতো যেন আর কাউকে এভাবে স্বজন হারাতে না হয়। সাংবাদিক শিমুলের ছোট ভাই হানিফ একটি ওষুধ কোম্পানীর প্রতিনিধি হিসেবে আখাউড়ায় কর্মরত রয়েছেন।
শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আখাউড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। গতকাল বুধবার বেলা ১১টায় পৌরশহরের সড়ক বাজার মোটরস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসক, ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, সমকাল সুহৃদ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশ নেয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন নিহত সাংবাদিক শিমুলের ছোট ভাই আবু হানিফ সাইফুল্লাহ, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহআলম,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: সেলিম ভূইয়া, সাংবাদিক মো. মানিক মিয়া, কাজী হান্নান খাদেম, বিশ্বজিৎ পাল, কাজী মফিকুল ইসলাম, নাসির উদ্দিন, মো.ফজলে রাব্বি, জাসদ নেতা জালাল উদ্দিন প্রমুখ। বক্তারা নিহত সাংবাদিক শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ