বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীরা সাইফুল ইসলাম নামে এক ইটভাটা ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবহৃত মোটর সাইকেলসহ ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের তাড়াইল এলাকায় ঘটে এ ঘটনা। আহত ব্যবসায়ী সাইফুল ইসলাম তাড়াইল এলাকার নুরুল ইসলামের ছেলে। এছাড়া তিনি স্থানীয় কেবিসি ব্রিক্স ফিল্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তিনি প্রতিদিনের মতোই সহযোগী মামুন মিয়া ও আলমগীর হোসেনকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে ইট ভাটার আমদানি ১২ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে রাত ১১টার দিকে ৫ থেকে ৬ জনের একদল ছিনতাইকারী অস্ত্রশস্ত্র নিয়ে মোটর সাইকেলটি গতিরোধ করে। একপর্যায়ে ব্যবসায়ী সাইফুল ইসলামসহ সহযোগীদের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রথমে মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। পরে সঙ্গে থাকা ১২ লাখ টাকাও ছিনিয়ে নেয়। প্রতিবাদ করায় তাকে পিটিয়ে গুরুতর আহত করে ছিনতাইকারী পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।