বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর রহমতগঞ্জের একটি বাসায় পাওয়া গেল ৫ হাজার ৩৭১টি পাঠ্যপুস্তক। স্কুল শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি এসব বই কিভাবে ওই বাসায় গেল তার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম রহমতগঞ্জ কে বি আব্দুস সাত্তার রোডস্থ আবু সাঈদ বিল্ডিংয়ের ২য় তলায় অভিযান চালায়। বাসাটি মোঃ নিয়ামত উল্লাহ খানের। সেখান থেকে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের এসব বই উদ্ধার করা হয়। বাসার মালিকের বিরুদ্ধে এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিন থেকে বই বিতরণের কথা থাকলেও চট্টগ্রাম অঞ্চলের বেশিরভাগ স্কুলে বছরের শুরুতে সব পাঠ্যবই পাওয়া যায়নি। অনেক স্কুলে এখনও কিছু বই আসেনি। এ অবস্থায় একটি বাসায় বিপুলসংখ্যক পাঠ্যবই মজুদ করে রাখার ঘটনা উদঘাটিত হওয়ায় তোলপাড় শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।