Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রুয়েটে শিক্ষকদের ধর্মঘট ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৩৩ ক্রেডিট প্রথা বাতিলের আন্দোলনের সময় শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারকারীদের শাস্তির দাবিতে তৃতীয় দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে শিক্ষকরা। এদিকে অচলাবস্থা নিরসনের জন্য গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ভিসির সাথে বৈঠকে বসে শিক্ষক সমিতির নেতারা। বৈঠকে শিক্ষকদের অভিযোগ তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও ক্লাসে ফিরে যেতে শিক্ষকদের আহ্বান জানান ভিসি প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ।
রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আলীম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের প্রাণ, আমরা ক্লাসে ফিরে যেতে চাই। তবে আমরা সীমা লঙ্ঘনকারী ও আন্দোলন নামে যারা শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেছে তাদের শাস্তি চাই। ভিসির স্যারের সাথে বৈঠকে তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা পরবর্তীতে শিক্ষক সমিতির বৈঠকে বসে ক্লাসে ফিরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিব।’
ভিসি প্রফেসর ড. মোহা. রফিকুল ইসলাম বেগ বলেন, উদ্ভূদ সমস্যা সমাধানে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষকরা আন্দোলনকারী শিক্ষার্থীদের দুর্ব্যবহার বিভিন্ন অভিযোগের কথা বলেছেন। তাই অভিযোগ তদন্ত করতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য করা জানতে চাইলে তিনি বলেন, ‘অনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ