বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে অবস্থিত বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারি প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে বুধবার সকাল থেকে এবিষয়ে তদন্ত সম্পন্ন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক মাহবুব আলম এ তদন্ত কাজ সম্পন্ন করেন। জানা যায়, ছাতকের ঠেঙ্গারাঁও গ্রামের নাগরিক পরিবেশও যুব সমাজকল্যাণ সংস্থা লাফার্জ সুরমা সিমেন্ট লিঃ এর বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এনে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করে। লাফার্জের মূল প্ল্যান্ট এলাকাসহ কনভেয়ার বেল্টের দু’পার্শ্বের বসত বাড়ি মারাত্মক শব্দ দূষণের কবলে এবং নির্গত ডাষ্টে টিনের চালসহ গাছ-পালার পাতা ধুসর রং ধারণ করেছে। ফলে এসব এলাকার ফলবতী গাছগুলোতে কোন ধরনের ফসল উৎপাদন হচ্ছে না। এভাবে সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল ‘মাঠি’ স্থানীয় কৃষি জমি থেকে সংগ্রহ করায় লাফার্জের পশ্চিমের বিস্তীর্ণ কৃষি জমি এখন জলাশয়ে পরিণত হয়েছে। এসব পরিবেশ দূষণের বহুবিধ ঘটনার ক্ষতিকর দিকগুলোর প্রতিকার চেয়ে সংগঠনের একাধিক নেতৃবৃন্দ ২০১৪ সালের ২০মে’ সুনামগঞ্জ জেলা প্রশাসকও পরিবেশ অধিদপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে লিখিত আবেদন করেন। এতে ২০১৪ সালের ১৯ জুন ছাতক উপজেলা কৃষি অফিসার সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতার ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের স্মারক নং ৬৪৫/০১, ০৩.০৭.২০১৪ ইং মূলে জেলা প্রশাসক বরাবরে একটি প্রতিবেদন প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে লাফার্জ কর্তৃপক্ষের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। জানা গেছে, এখানে এলাকার প্রায় শতকরা ৯০ ভাগ মানুষ পরিবেশ দূষণজনিত রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছে। শ্বাসকষ্ট, এলার্জি ও সাইনোসাইটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও তদন্ত অফিসার মাহবুব আলম বলেন, তদন্তে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, একটি সমিতির অভিযোগে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।