Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে রুহুল কবির রিজভী সিইসি হচ্ছে আ’লীগ মুদ্রার অপর পিঠ

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সিইসিকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সার্চ কমিটি গঠনে প্রেসিডেন্টের কাছে যে প্রস্তাবনা দিয়েছিলাম তা গ্রহণ করা হয়নি। দলীয় প্রেসিডেন্টের কাছে কখনো নিরপেক্ষ সার্চ কমিটি আশা করা যায় না। তিনি বলেন, নবগঠিত সিইসি হচ্ছে আওয়ামী লীগ মুদ্রার অপর পিঠ। যারা নির্বাচন ও গণতন্ত্রকে কবরে পাঠিয়েছেন তাদের দ্বারা নিরপেক্ষ সিইসি আশা করা সম্ভব নয়।
গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ছাত্রদল আয়োজিত ‘৮৭’র বর্ধিত বাস ভাড়া আন্দোলনের বীর সেনানী শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
এসময় রিজভী আরও বলেন, আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের পরিবারকে জীবনদান করেছিলেন শহীদ জিয়াউর রহমান। অথচ আজ একের পর এক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংসের পাঁয়তারা করছে আওয়ামী লীগ। তিনি বলেন, সরকারের যদি গণতান্ত্রিক বোধ থাকতো তাহলে তারা নির্বাচনে সব দলের অংশগ্রহণের ব্যবস্থা নিত। সংবাদপত্র ও বাক স্বাধীনতা খর্ব করে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে আওয়ামী লীগ। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম তোফা, ছাইদুল হক ছাদু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ