বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক বোরজাহান আলীর পুরো নাম বলতে না পারায় এক শিক্ষার্থীকে মারধর করেন তিনি। তার গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিলু হোসেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি শহীদ ড. শামসুজ্জোহা হলে ৩১৬ নম্বর কক্ষে থাকেন। অপরদিকে, মারধরের অভিযোগ ওঠা বোরজাহান আলী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিলু হোসেন বলেন, “ফারুক হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যাওয়ার জন্য ছাত্রলীগের কর্মীরা রুমে এসে আমাকে ডেকে যায়। এরপরে ওই হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বোরজাহান আমার কক্ষে আসে। আমি বললাম, একটি বই পড়ছি, দুই-এক মিনিটের মধ্যেই শেষ হবে, শেষ করেই আসছি। তখন ওই নেতা বলে, ‘আমাকে চেন?’ আমি বলি, চিনি। আমাকে তার নাম বলতে বললে আমি বলি, বোরজাহান। কিন্তু ‘বোরজাহান আলী’ না বলায় বলায় সে আমার মাথায় ও পেটে কিল-ঘুষি মারে।”
বোরজাহান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কর্মসূচিতে যোগ দেয়ার জন্য আমাদের কর্মীরা হলের প্রত্যেক রুমে রুমে গিয়ে সবাইকে ডেকে আসে। আমিও পরে ডাকতে গেছি। শিলুকে ডাকতে গেলে ও আমার সাথে বেয়াদবি করে। তাই আমি তাকে ধাক্কা দিয়েছি, মারিনি।’ এদিকে কর্মসূচিতে আসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব হলেই শিক্ষার্থীদের বাধ্য করা হয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমি প্রত্যেক হলের নেতাকর্মীদের বলে এসেছি, কাউকে জোড় করে কর্মসূচিতে আনা যাবে না। শিক্ষার্থীদের আসার জন্য বলবে, শিক্ষার্থীরা স্বেচ্ছায় আসলে ভালো, না আসলে সমস্যা নাই। তারপরও এরকম একটা ঘটনা ঘটে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।