বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাটহাজারী উপজেলা সংবাদদাতা : গতকাল বুধবার বিকালে হাটহাজারী মডেল থানা সংলগ্ন মুরগীহাটা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি পরিমাণ ১০ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকান্ডের সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। আগুন নিভাতে গিয়ে ২০ জন আহত হয়েছে। হাটহাজারীর রাউজান এবং নগরীসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অক্সিজেন-নাজিরহাট, অক্সিজেন-রাউজান মহাসড়কে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। গতকাল বিকাল সাড়ে তিনটায় হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও কলোনীসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের কাজে লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে নগরী থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, এবং রাউজানসহ ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় দীর্ঘ দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।