বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সখিপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলোর সীমান্তবর্তী এলাকা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আঙ্গারগাড়া কালীরচালা পাড়ায় এক লোমহর্ষক খুনের ঘটনা ঘটেছে। খুনীচক্র হাতেম আলীকে খুন করে হাত-পা, মাথা বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী একটি পোল্ট্রিফার্মের বর্জ্যরে গর্তে লুকিয়ে রাখে। নাম প্রকাশ হবার পর বিক্ষুব্ধ জনতা খুনীর বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। গত মঙ্গলবার সরেজমিনে এ প্রতিবেদক আঙ্গারগাড়া কালীরচালা পাড়ায় গেলে উপস্থিত এলাকাবাসী জানায়, স্থানীয় বখাটে মাহার সাথে হাশেমের স্ত্রী আছমা, মেয়ে মুক্তার অবৈধ দৈহিক সম্পর্ক ছিল। হাতেম এ অবৈধ দৈহিক সম্পর্কের ভিডিও মোবাইল ফোনে ধারণ করার পর থেকেই হাতেমকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়। আর এ খুনের সাথে জড়িত আছমা, মাহা, সাইফুল, শফিকুল, মুক্তা। এদের মধ্যে শফিকুল ব্যতীত বাকি চারজন ময়মনসিংহ ডিবি পুলিশের নিকট চারদিনের রিমান্ডে রয়েছে এবং সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ ডিবি পুলিশ আঙ্গারগাড়া কালীরচালা পাড়ার মৃত আব্দুস হামিদ মাস্টারের বাড়ির পাশের একটি গর্ত থেকে খুন হওয়া আবুল হাসেমের মাথার খুলি, হাত ও পায়ের হাড় উদ্ধার করেছে। এর পূর্বে গত ১৮ নভেম্বর ভালুকা মডেল থানা পুলিশ আঙ্গারগাড়া গ্রামের তারেক সালাউদ্দিনের পোল্ট্রি ফার্মের পাশের একটি গর্ত থেকে হাতেমের মস্তক, হাত-পা বিহীন ভাসমান লাশ উদ্ধার করে। এ লোমহর্ষক ঘটনায় এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে খুনী সাইফুলের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে প্রায় ১০লাখ টাকার ক্ষতিসাধন করেছে। তবে সাংবাদিকদের ভাঙচুরের দৃশ্য অবলোকন করতে দেয়নি এবং স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান খান ভাঙচুরের ঘটনা অস্বীকার করে বলেন, এলাকার লোকজন যেভাবে ক্ষেপে রয়েছে যে কোনো সময় সাইফুলের বাড়িঘর পুড়িয়ে দিতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।