রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : পূর্ব শত্রুতার জের ধরে সাভারে দুই স্কুলছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে। আহতরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বনগ্রামের কৃষক আলমাস হোসেনের বাড়িতে স্থানীয় বেনা কাজির নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে কৃষক আলমাস হোসেন (৪০) ও তার বড় ছেলে রেডিয়ান একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এমদাদ হোসেন (১৫) ও ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাহাদত হোসেনকে (১৪) কিছু বুঝার আগে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশী আত্মীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা কৃষক আলমাসের আত্মীয় রাহেমা (৩৫) ও রাহেমার ছেলে তানভীর আহমেদ (১৯)-কে কুপিয়ে জখম করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন নগদ টাকা লুটপাট করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।