Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিপণের টাকা না দেয়ায় স্কুলছাত্রকে গলাটিপে হত্যা

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণের ৪৫ হাজার টাকা না পেয়ে অপহরণকারীরা তাজুল ইসলাম (৭) নামে ১ম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সুজন নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার বিল থেকে ওই স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তাজুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ থানার বিরকাঠালিয়া এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে। আব্দুল আউয়াল পরিবার নিয়ে উপজেলার ভুলতা টেলাপাড়া এলাকার মোশারফ মিয়ার বাড়িতে বসবাস করে রাজমিস্ত্রীর কাজ করে আসছে। এছাড়া নিহত স্কুলছাত্র তাজুল ইসলাম ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়–য়া ছাত্র। এছাড়া গ্রেফতারকৃত সুজন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মাতারপুর এলাকার আব্দুল হকের ছেলে। সে উপজেলার পুরান বাজার এলাকায় বসবাস করে আসছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সুজন নিহত স্কুল ছাত্র তাজুল ইসলামের বড় ভাই মাজহারুল ইসলামের সঙ্গে স্থানীয় একটি কাপড়ের ছাপা কারখানায় কাজ করতো। সেই সুবাদে সুজন প্রায় সময়ই মাজহারুল ইসলামের বাড়িতে আসা-যাওয়া করে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। এছাড়া প্রায় সময়ই খেলাধুলার জন্য তাজুল ইসলামকে মোবাইল দিতো। গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে সুজনসহ একদল অপহরণকারী স্কুলছাত্র তাজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাজুল ইসলামের পিতা আব্দুল আউয়ালের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পরিশোধ না করা হলে তাজুল ইসলামকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করা হয়।
গত রোববার রাতে দাবিকৃত মুক্তিপণের ৫ হাজার টাকাও পরিশোধ করা হয়। মুক্তিপণের বাকি ৪৫ হাজার টাকা না দেয়ায় তাজুল ইসলামকে হত্যা করা হয়। এদিকে পরিবারের সদস্যরা অপহরণের বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুজনকে কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। পরে সুজনের তথ্য অনুযায়ী উপজেলার গোলাকান্দাইল এলাকার বিল থেকে তাজুল ইসলামের লাশ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুজন অপহরণের পর গলাটিপে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছেন। হত্যাকা-ের সঙ্গে মামুন নামে আরো একজন জড়িত রয়েছে বলে গ্রেফতারকৃত সুজন স্বীকার করেছেন। হত্যাকা-ের ঘটনায় নিহত তাজুল ইসলামের বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহীদুল আলম বলেন, হত্যাকা-ের সঙ্গে জড়িত মামুনসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ