রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তা মোড়ে তেঁতুলিয়া প্রেসক্লাব এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহরাব আলীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি জাবেদুর রহমান জাবেদ, মাইটিভির প্রতিনিধি আবু তাহের আনসারী, দৈনিক আলোকিত সময়’র প্রতিনিধি দেলোয়ার হোসাইন নয়ন, ভোরের পাতা খাদেমুল ইসলাম, তৃতীয় মাত্রা তরিকুল ইসলাম,বজ্রশক্তির মমতাজ আলী, সাংবাদিক আবু সাঈদ, জুলহাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাৎ হোসেন রঞ্জু, লাবলু ও সফিকুল ইসলাম সফি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা শিমুল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকার সাংবাদিক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।