Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছ থেকে পড়ে মুত্যু

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলিগ্রামে গাছ থেকে পড়ে হাসান (১১) নামে তাসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিগ্নি গাছের ডাল কাটতে গিয়ে শুকনা ডাল ভেঙে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় সাথে সাথে বোদা সদর হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা শেষে ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ঠাকুরগাঁও যাওয়ার পথেই তার মৃত্যু হয়।


দশ ককটেল উদ্ধার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

উল্লাপাড়ায় একটি মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার দুর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি তিনতলা জামে মসজিদের পাশ থেকে দুটি শপিং ব্যাগে রাখা এ ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে এই মসজিদের বার্ষিক ইসলামি জালসা হওয়ার কথা ছিল। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহমেদ জানান, সকালে এলাকাবাসী ইসলামী জালসা উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় ককটেলগুলো দেখতে পেয়ে খবর দেয়। ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ