Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই(ঢাকা)উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে চারিপাড়া হাতকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণা বিশ্বাস ও সহকারি শিক্ষক মেহেরুন নেছার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার বেলা ১২টার দিকে চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনের অংশ নেওয়া ছাত্র-ছাত্রীর অভিবাবকরা সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষক অরুণা বিশ্বাস ও মেহেরুন নেছার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রায়ই বিলম্বে বিদ্যালয়ে আসা, উপঢৌকন (হাতের কাজ) না দিলে ছাত্র-ছাত্রীদের পরিক্ষায় নম্বর কম দেওয়ার হুশিয়ারী,পরিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, শিশু ছাত্রদের দিয়ে বিদ্যুৎ বিল দেওয়া, শিশুদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ কর্ম করিয়ে থাকে প্রধান শিক্ষক অরুণা বিশ্বাস ও সহকারি শিক্ষক মেহেরুন নেছা। এ কারণে ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার চরম বেঘাত ঘটে বলে এলাকাবাসী জানান। এ  অনিয়ম ও দুর্নীতির নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক সমকালে একটি প্রতিবেদন প্রকাশ হলেও এর কোন যথাযথ ব্যাবস্থা নেওয়া হয়নি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর জোর দাবি অতিশীগ্রই  প্রধান শিক্ষক  ও সহকারি শিক্ষকের অপসারণ করা হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ