Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে অপহরণের পর স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ২:২৬ পিএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে তাজুল ইসলাম (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে অপহরণকারীরা।

আজ বুধবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকার বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তাজুল ময়মনসিংহের বীর কাঁঠালিয়া এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে এবং ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল । আব্দুল আউয়াল ভুলতা টেলাপাড়া এলাকার মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সুজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, আটককৃত সুজন নিহত তাজুলের বড় ভাই মাজহারুলের সঙ্গে একটি ছাপা কারখানায় কাজ করত। সেই সুবাদে সুজনের সঙ্গে তাদের পরিবারের সুসম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার সকালে মোবাইল ফোনের লোভ দেখিয়ে তাজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় সুজন। পরে পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত টাকার মধ্যে ৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা না দেওয়ায় তাজুলকে হত্যা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ