বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে পূর্ব শত্রুতার জের ধরে দুই স্কুলছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-কৃষক আলমাস হোসেন (৪০), তার ছেলে রেডিয়ান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এমদাদ হোসেন (১৩) ও ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহাদত হোসেন (১১), তাদের আত্মীয় রাহেমা (৩৫) ও তার ছেলে তানভীর আহমেদ (১৯)।তাদের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানায়, বনগ্রামের কৃষক আলমাস হোসেনের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ঢুকে আলমাস হোসেন তার ছেলে এমদাদ হোসেন ও শাহাদত হোসেনকে কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে আলমাসের আত্মীয় রাহেমা (৩৫) ও রাহেমার ছেলে তানভীর এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও কুপিয়ে জখম করে।
পরে পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।