বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : দুর্নীতিমুক্ত হাব গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। হাজীদের স্বার্থে হজযাত্রী পরিবহনের হজ মৌসুমে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে। আগামী ২০ এপ্রিল হাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গোল্ডেন প্লেটে হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট আয়োজিত নির্বাচনী সভায় নেতৃবৃন্দ একথা বলেন। হাসান ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী ও চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়ার সভাপতিত্বে এবং এডভোকেট আব্দুল্লাহ আল-নাসেরের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবের সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর, হাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, হাবের সহ-সভাপতি ও আটাবের ঢাকা জোনাল কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, আটাবের মহাসচিব আসলাম খান, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আরেফ, ইউনিয়ন ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা ও রুহুল আমিন মিন্টু।
এদিকে, সোমবার রাতে ভিক্টোরি হোটেলে হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো: ফারুকের সভাপতিত্বে হাব গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে প্যানেল পরিচিতি সভায় হাবের বর্তমান মহাসচিব শেখ আব্দুল্লাহকে সংগঠনের প্যানেল প্রধান হিসেবে ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।