Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সরকার জুলুমের পথ বেছে নিয়েছে-মির্জা ফখরুল

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির নেতা-কর্মীরা যাতে ক্ষমতাসীনদের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে সেজন্য সরকার জুলুমের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ফেনীর সোনাগাজী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেয়া হয়।
বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দল ও ভিন্ন মতের মানুষের ওপর বর্তমান শাসকগোষ্ঠীর নির্মমতা ও স্বেচ্ছাচারিতামূলক কর্মকা-ে দেশবাসী এখন দিশেহারা। সরকারের অপকর্ম ও নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বললেই সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে জুলুমের পথ বেছে নিচ্ছে।
তিনি বলেন, ফখরুল ইসলাম সুজনকে বানোয়াট মামলায় কারাগারে প্রেরণের ঘটনা বর্তমান সরকারের ধারাবাহিক নির্যাতন-নিপীড়নেরই অংশ। এসব করার একমাত্র লক্ষ্যই হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে সরকারের স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে না পারে। কিন্তু সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ।
বিএনপি মহাসচিব অবিলম্বে ফখরুল ইসলাম সুজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।



 

Show all comments
  • zohurul islam ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ৮:৪৯ এএম says : 0
    সরকার এই নিতী থেকে বেরিয়ে এসে সঠিক নির্বাচন দিয়ে আমাদের আশা পূরন করবে এই আশা করি।
    Total Reply(0) Reply
  • Nurul Haque ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১:৩৮ পিএম says : 0
    Jolom kari joto bashie jolomer matra bera jabe Toto Tara tari ter dongsho unibarjo In sha Allah
    Total Reply(0) Reply
  • Sheikh N H Chowdhury ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১:৩৯ পিএম says : 0
    এইবার নির্বাচন করেন। হয়তো আপনারা জয়ী হতে পারে। চিন্তা করে দেখেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ