রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের মাঠে তারাবো পৌরসভার বর্তমান পরিষদের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক আলোচনা সভা ও স্মরণিকা উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাবো পৌরসভা আ.লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মনির, নজরুল ইসলাম মফিজ, লায়লা পারভীন ও রাসেল সিকদার, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক কামিজ উদ্দিন ফরাজী, আ.লীগ নেতা আব্দুল মান্নান ভুঁইয়া, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার। পরে উপস্থিত জনতার নানা ধরনের প্রশ্নের উত্তর দেন। এ সময় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, মাদক ও জঙ্গিবাদ থেকে নতুন প্রজন্মকে মুক্ত রাখতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।