রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার দাবি ও দলীয় নেতাকর্মীদের মামলা-হামলা দেয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আ.লীগ নেতাকর্মী ও এলাকাবাসী প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকার মঙ্গলবার বিকেলে উপজেলা ভূমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণখালী এলাকায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আ.লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, এমায়েত হোসেন, ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, সালাউদ্দিন মেম্বার, নাদিম ভুইয়া, কাঞ্চন পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইমান হাসান খোকন প্রমুখ। সিরাজগঞ্জের শাহজাদপুরের সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের নানা সমস্যা পত্রিকার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেন। আজ যদি তাদের এ ধরনের ঘটনার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে?
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে আরো বলেন, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিদস্যুরা জাল-জালিয়াতি, দিয়ে না দিয়ে জমি রেজিস্ট্রি ও জোরপূর্বক জমি জবরদখল করে বালু ভরাট করে ফেলছে। ভূমিদস্যুদের কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী। এসবের প্রতিবাদ করতে গিয়ে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীসহ নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হচ্ছেন। ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে চায় নিরীহ এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।