Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যৌতুকের দাবিকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা ভাঙচুর-লুটপাট আহত ৫

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : সোনাইমুড়ী উপজেলার নদনার ইউপির হাটগাঁও গ্রামে দুলা মিয়া আখনজিবাড়ীতে যৌতুকের দাবিকে কেন্দ্র করে সোমবার রাতে বসতঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ৫ জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে হাটগাঁও গ্রামের আখনজিবাড়ীর আবদুর রবের মেয়ে রুবিনা আক্তারের সাথে ডুমুরিয়া গ্রামের মজুমদার বাড়ীর বাদশা মিয়ার ছেলে মোঃ স্বপনের বিয়ে হয়। বর্তমানে রুবিনার স্বামী  প্রবাসে থাকার সুযোগ নিয়ে তার দেবর রিপন (২২), শাশুড়ি রশিদা আক্তার (৫০)সহ পরিবারের অন্যান্য সদস্যরা ১ লক্ষ টাকা যৌতুকের দাবিতে রুবিনাকে প্রতিনিয়ত নির্যাতন করে। বিভিন্ন সময় বিষয়টিকে কেন্দ্র করে রুবিনাকে অমানবিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১২টায় দেবর রিপন ভাবি রুবিনাকে তার স্বামীর বাড়ীতে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে। এরপর রুবিনা তার বাপের বাড়ী হাটগাঁও চলে আসলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার জের ধরে দুপুর ২টার দিকে রিপন রনিসহ দুই সহযোগিকে নিয়ে রুবিনার বাপের বাড়ীতে হামলা চালায়। এ সময় তার বড় ভাই আবদুল মান্নানের ছেলে বিপ্লবকে মোটরসাইকেলযোগে তুলে নিতে চাইলে স্থানীয় লোকজন রিপনকে আটক করে রাখে। খবর পেয়ে রিপনের গ্রাম ডুমুরিয়ার মেম্বার শাহ আলম এলাকার ১০/১২ জন লোক নিয়ে হাটগাঁও গ্রামের মেম্বার মোশারফ হোসেন পাটোয়ারীর সাথে সমঝোতার মাধ্যমে রিপনকে নিয়ে যায়। রুবিনা জানান, সোমবার পুনরায় রাত ৮টার দিকে রিপনের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাবার বাড়ী হাটগাঁও আখনজিবাড়ীর ১০/১২টি বসতঘর ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা স্থানীয় তিনতারা মার্কেটের কয়েকটি দোকানঘর ভাঙচুর করে নগদ প্রায় এক লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি ককটেল ফাটায় তারা। হামলাকারীরা বাড়ীতে থাকা মহিলাদের গলার স্বর্ণের হার ছিনিয়ে নিয়ে তাদের লাঞ্ছিত করে। সন্ত্রাসীদের হামলায় আহতরা হলো- আমির হোসেন, তার স্ত্রী অজিফা খাতুন, রুবিনা আক্তার, তার ভাইয়ের স্ত্রী শেফালি বেগম ও ভাতিজি শিউলি আহত হয়। এ বিষয়ে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার চৌধুরী জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখে কার্যকরি প্রদক্ষেপ গ্রহণ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ