রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি এলাকার মধ্যচর গ্রামে গত সোমবার সন্ধ্যায় কমপক্ষে ২০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে মজিবর বেপারী (১৯) ও রিজিয়া বেগম (৬০) নামের ২ জন আহত এবং বাবু আকন (১৮) নামের একজন নিখোঁজ রয়েছে। হামলাকারীরা এসময় ৩টি বাড়ি ঘর ভাঙচুরসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা রেফার করা হয়। পুলিশ ও গ্রামবাসী জানায়, মধ্যেচর গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের দলাদলি চলছিল। এর জের ধর সোমবার গ্রামবাসী স্থানীয় খাসেরহাটে বাজার করতে গেলে সুযোগ বুঝে প্রতিপক্ষ আকতার সিকদার, মামুন সিকদার, জসিম সিকদার, কবির মৃধা, খবির মৃধা, কাশেম বেপারী, হাসেম বেপারী দলীয় লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এ সময় গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা অন্তত ২০টি বোমার বিস্ফোরন ঘটায়। এ ব্যাপারে খাসের হাট পুলিশ ফাঁড়ির চার্জে থাকা শরিফ আঃ রশিদ বলেন, হামলার ঘটনার খবর ও বোমা বিস্ফোরণের শব্দ শুনে আমরা তৎক্ষণিক সেখানে ছুটে যাই। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।