Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ মাদকসেবীর জরিমানা

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুরে মাদক সেবনের দায়ে পাঁচ মাদকসেবীকে দুই হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ জরিমানা করেন। অর্থদ-প্রাপ্তরা হলো- শহরের নতুন বাবুপাড়ার মৃত আকবর আলীর ছেলে রাজিব, মুন্সিপাড়া জোড়াপুকুরের মোস্তাক আহমেদের ছেলে মঞ্জুর আহমেদ, নীলফামারী সদরের যাদুরহাট বেড়াডাঙ্গার আবজার রহমানের ছেলে শাহীন ইসলাম, একই এলাকার সোলেমানের ছেলে রশিদুল ও পঞ্চগড় জেলার বানিয়াপাড়ার তারাপদের ছেলে গণেশ। সৈয়দপুর সার্কেলের এএসপি জিয়াউর রহমান জানান, সকালে শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবনের সময় ওই ৫ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ