বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : মাদক বিক্রি নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হৃদয় ওরফে বাবু হত্যা কিলিং মিশনে থাকা আরও দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তারা হলেন- হাসান বাহিনীর আলমগীর হোসেন (৩৪) ও সুমন (২৭)। দুজনই সদর উপজেলার দেওভোগ মাদ্রাসা এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদ করা জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
এর আগে আদালতে দেওয়া ১৬৪ ধারায় সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য মতে ৬ ফেব্রুয়ারি (সোমবার) রাতে দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম পিপিএম এ খবর নিশ্চিত করেন।
মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে বাবুকে হত্যা করে হাসান বাহিনী। গত বছরের ১০ নভেম্বর বাবু হত্যার পরদিন হাসানকে প্রধান আসামি করে আরও ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন নিহত বাবুর বড় ভাই মাহমুদুল ইসলাম সুজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।