Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে এসপি মিজানের সেই নকল সারকারখানা সিলগালা

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের কাজীকান্দী এলাকায় অনুমোদনহীন ভেজাল সার তৈরির একটি কারখানা  সিলগালা করে দেয়া হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোল্লা এনপিকেএস কোং নামে ওই কারখানাটি সিলগালা করেন। এর আগে নকল সার তৈরির ওই কারখানা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে গতকাল (সোমবার) সকালে সেখানে অভিযান চালায় উপজেলা কৃষি অফিস। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ফখরুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মরিয়ম খাতুন, কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন, হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল।
জানা যায়, পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ঢাকার কমান্ড্যান্ট এসপি মিজান ওই নকল সার কারখানার মালিক। তবে তার পক্ষে সাইদুর রহমান নামে তার ঘনিষ্ঠ এক লোক কারখানাটি পরিচালনা করে আসছিলেন।
উপজেলা কৃষি অফিসার ফখরুল আলম বলেন, কেরানীগঞ্জে এসপি মিজানের নকল সার কারখানার সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তে নামে কৃষি সম্প্রসারণ অধিদফতরের একটি দল। তাদের প্রাথমিক রিপোর্টের পর সোমবার সকালে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কারখানায় ঢুকে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তিনি আরো বলেন, কারখানার স্বত্বাধিকারী রয়েছে এসপি মিজান সাহেবের স্ত্রী নিপা মিজানের নামে । নিপা মিজানের কাছ থেকে জনৈক সাইদুর রহমান মেঘনা ফার্টিলাইজার নামধারণ করে ব্যবসা করে আসছে। মেঘনা ফার্টিলাইজারের আড়ালে নকল এনপিকেএস ও জৈব সার তৈরি করা হতো কারখানায়। কারখানা থেকে প্রচুর নকল সার জব্দও করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জুমন বলেন, কারখানার বৈধ লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র নেই। অনুমতি ছাড়াই তারা নকল সার কারখানা তৈরি করে আসছিল। এছাড়া জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই কারখানাটি থাকায় পরিবেশের মারাত্মক  ক্ষতি হচ্ছে এবং স্কুলের কমলমতি ছাত্র-ছাত্রীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।  এজন্য কারখানাটি সিলগালা করে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ