Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

ককটেল ফাটিয়ে নারীসহ ৭ জনকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বলাইখা এলাকায় ককটেল ফাটিয়ে নারীসহ একই পরিবারের সাতজনকে কুপিয়ে জখম করা মামলার আসামিরা জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির পর থেকেই বাদীসহ বাদীর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত রোববার হুমকি দেয়ার পর রাতেই মামলার বাদী হাজী কামরুজ্জামান জীবনের নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
হাজী কামরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ২২ জানুয়ারি সকালে বলাইখা এলাকার প্রতিপক্ষ শাহাদুল্লাহ, সোহেল, রুবেল, ছুলু মিয়া, অলু মিয়া, আহসান উল্লাহ, বাবু, জুয়েল, আবুল, প-িত, শাহ আলম, আলমসহ আট থেকে ১০ জনের একদল সন্ত্রাসী ককটেল, রামদা, ছেন, ছুরাসহ ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাজী কামরুজ্জামানের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে একই পরিবারের আবদুল্লাহ, কামাল হোসেন, জজ মিয়া, জামিনা বেগম, মনজুর হোসেন, রাসেল ও ফয়সালকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের মধ্যে ককটেলের স্প্রিন্টারে গুরুতর আহত আবদুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার পর আসামি আহসান উল্লাহ ও আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে আসামিরা জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে বাদী কামরুজ্জামানকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, হুমকিদাতাদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ