বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : ফতুল্লায় এবার মুক্তিযোদ্ধাসহ তার পরিবারকে গুলি করে হত্যার হুমকি দিল সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের এমন হুমকিতে মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল মালেক তার পরিবারের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কোম্পানী কমান্ডার র্যাব-১১, জেলা গোয়েন্দা শাখা এবং ফতুল্লা মডেল থানা বরাবর লিখিত ভাবে আবেদন করেছেন।
মুক্তিযোদ্ধা আব্দুল মালেক জানান, শহরের গোগনগর মাসিনাকান্দা এলাকায় সেসহ তার পরিবারের সদস্যরা বসবাস করেন। ২০১৪ সালে ফতুল্লার গোপালনগর এলাকায় অবস্থিত ৮ শতাংশ জমি একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে জনি ওরফে জসীমের কাছে ৮ লাখ ৪০ হাজার টাকা বিক্রি করবে বলে ২ মাস সময়ের নিমিত্তে ফতুল্লা রেজিস্ট্রি অফিসে ১লাখ টাকা নগদ নিয়ে রেজিস্ট্রি বায়না করেন। কিন্তু বায়না করার কয়েক বছর অতিবাহিত হলেও বায়নাকৃত অর্থ পরিশোধ কিংবা বিক্রির উদ্দেশ্যকৃত জমি নেওয়ার কোন আগ্রহ পর্যন্ত নেই। তাকে বায়নাকৃত জমি পরিশোধের মাধ্যমে জমি বুঝে নেওয়ার জন্য একাধিকবার বলা হলেও সে কোন কর্ণপাত করছে না। এ অবস্থায় উক্ত বিষয়টি গত মঙ্গলবার স্থাণীয় গণমাণ্য ব্যাক্তিকে নিয়ে সুরাহা করার জন্য বিচার সালিসীর ব্যবস্থা করা হয়। বিচার সালিসীর মধ্যে মুরুব্বীগণের সিদ্ধান্ত সে মেনে নিলেও স্থানীয় সন্ত্রাসী জনি ওরফে জসীম মেনে না নিয়ে উল্টো তাকেসহ তার মামাতো ভাই আব্দুল হামিদের পরিবারকে গুলি করে মেরে ফেলার হুমকি প্রদান করে। তিনি আরো জানান, ফতুল্লার বক্তাবলী গোপালনগর এলাকার জনি ওরফে জসীম তার সহযোগী আব্দুল মজিদ এবং আলম মিয়া সন্ত্রাসী প্রকৃতির লোক। সে উক্ত এলাকায় স্থানীয় বখাটেদের সাথে চলাফেরা। প্রকাশ্যে সন্ত্রাসী জনি ওরফে জসীমের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে। সন্ত্রাসী জনি ওরফে জসীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।