Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ালন্দে প্রাইভেটকার ও ফেনসিডিলসহ আটক ৫

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন গোয়ালন্দ মোড়স্থ ঢাকা খুলনা মহাসড়কের রুস্তমের স’ মিলের সামনে থেকে গতকাল সোমবার সকাল ৯টায় আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ১টি প্রাইভেটকার থেকে ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে। জানা যায়, ঝিনাইদাহ থেকে ঢাকাগামী ১টি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্টো ব-২৫-৮৮২৫) এর ৫ জন যাত্রী বেশে মাগুরা থেকে উঠে। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় রুস্তমের স’ মিলের সামনে থেকে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ গাড়িটি থামিয়ে তাল্লাশি করলে উক্ত মহিলা ৪ যাত্রীর শরীরের বিভিন্ন স্থান থেকে রাবার দিয়ে আটকে রাখা ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল বের করে দেয়। আটককৃতরা হলো- ফাতেমা, মায়া ওরফে নদী, ফাতেমা, জিয়াসমীন এবং গাড়ীর চালক মোঃ মাসুদ হোসেন। গাড়ী চালকের বাড়ী গোয়ালন্দ উপজেলার উবায়দুল্লা মিস্ত্রিপাড়ায়। যাত্রীবেশী মহিলাদের সকলের বাড়ী মাগুরা জেলার বিভিন্ন গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ