রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁ জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ ৬ জনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। রোববার রাতে ৫শ’ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র এবং একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানোর সময় একটি প্রাইভেটকারে তল্লাশী করে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী অপু, মোঃ রাসেল মিয়া, স্বাধীন সিকদার, সজিব হোসেন ও গাড়ীর ড্রাইভার মোঃ কবির হোসেনকে ৫শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর এলাকা থেকে দুটি চাপাতি ও ৫টি মোবাইলসেটসহ আর্ন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ তৌহিদ (২২) নামের এক ডাকাতকে গ্রেফতার করছে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ও ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।