Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপে ময়লা থাকায় যুবকের গায়ে ফুটন্ত চা ঢেলে দিলো দোকানি

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে চায়ের কাপে ময়লা দেখে দোকানের মালিককে জানানোয় এজাজ (২৭) নামে এক যুবকের গায়ে গরম চা ঢেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে শহরের স্বর্ণকার পট্টি রেললাইনের ধারে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুয়েলারি শ্রমিক এজাজ চা পান করতে সাইনুলের চায়ের দোকানে আসেন। সেখানে চা পানের সময় কাপে ময়লা দেখতে পেয়ে দোকানিকে বিষয়টি জানান। দোকানের বদনাম করায় ক্ষিপ্ত হয়ে দোকানিসহ তার কর্মচারী চার ছেলে নওশাদ, এরশাদ, শমশের ও শামসু এজাজকে মারধর করেন। একপর্যায়ে তারা এজাজের গায়ে কেটলি ভর্তি গরম চা ঢেলে দেন। এতে এজাজের শরীর পুড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে আহত এজাজের ভাই মেরাজ বাদি হয়ে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।



 

Show all comments
  • ইসতিয়াক ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:২৪ এএম says : 0
    আশা করবো ঘটনাবহুল নিউজ গুলো করার ক্ষেত্রে, ঘটনাটা ভালো করে বুঝিয়ে লিখবেন। জ্ঞানী ব্যাক্তিদের যেভাবে বুঝান বুঝবে । কিন্তু আমরা সাধারন মানুষ জটিল জিনিস গুলো বুঝতে একটু কষ্ট হয় ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ