Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : উত্তর চট্টগ্রামের সমৃদ্ধ জনপদ মীরসরাই উপজেলার ২টি থানা ও কয়েকটি পুলিশ ফাঁড়ি নিয়ে বাংলাদেশ পুলিশ বিভাগ কর্তৃক নতুন সার্কেল গঠিত হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে সার্কেল এএসপি নামে বিবিএসভুক্ত পুলিশ কর্মকর্তা। মীরসরাই ও জোরারগঞ্জ থানা এবং উক্ত এলাকায় কয়েকটি পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত হয়েছে উক্ত সার্কেল। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে দাফতরিকভাবে উক্ত সার্কেল ঘোষণা করা হয়। নবগঠিত উক্ত সার্কেলের নবনিযুক্ত এএসপি সার্কেল মাহবুবুর রহমান ইতোমধ্যে তার দফতরসহ ব্যারাক ও আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছেন। গত রোববার সন্ধ্যায় তিনি মীরসরাই প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। এসময় তিনি এলাকার মাদক ও জঙ্গি নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে মীরসরাই প্রেসক্লাবের উপস্থিত নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, দৈনিক ইনকিলাবের মীরসরাই উপজেলা সংবাদদাতা আমিনুল হক, রাজিব মজুমদার, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, মোহাম্মদ ইউছুফ, নাছির উদ্দিন, শফিকুর রহমান, সাহাব উদ্দিন, ইমাম হোসাইন ও তৌহিদুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ