বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে খাওয়ার সাথে বিষ মিশিয়ে সন্তান হত্যার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। ঘটনায় নিহতের মা ও বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার সকাল ১১টার দিকে জশোড়া গ্রাম থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত মো. ফয়সাল (১৭) ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি গ্যরেজে কাজ করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার রাতে গ্যারেজ থেকে ফিরে খাওয়ার পর নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে ফয়সাল। সোমবার সকালে ফয়সালকে ঘুম থেকে উঠতে না দেখে বাড়ীর লোকজনের সন্দেহ জাগে। পরে তারা ঘরের ভিতর গিয়ে ফয়সালের মৃতদেহ দেখতে পেয়ে তার বাবা আব্দুর রহিম ও মা নার্গিস আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা আরো জানান, নার্গিস ফয়সালের সৎ মা হওয়ায় প্রায় সময় বিভিন্ন ওজুহাতে তাকে বকাঝকা ও মারধর করত। তাদের অভিযোগে আব্দুর রহিম ও নার্গিস দু’জনে রাতে ভাতের সাথে বিষ মিশিয়ে দিয়ে ফয়সালকে হত্য করেছে। চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে নিহতের মা ও বাবা আটক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।