Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডুমুরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ২:১১ পিএম

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসচাপায় সোহাগ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসটি খাদে পড়ে আহত হয়েছেন ১০-১২জন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ যশোরের কেশবপুর উপজেলা সদরের অমেদ আলী মোড়লের ছেলে। চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিচালক (এসআই) সাফুর আহম্মেদ জানান, চুকনগর থেকে যাত্রীবাহী একটি বাস (খুলনা মেট্রো-জ-১১-০১০৬) খুলনার দিকে ছেড়ে যায়। বাসটি খর্নিয়া ব্রিজের পশ্চিম পাশের টার্নিং পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের ১০-১২ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ