বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গঠিত যশোর ও খুলনার দুই উপজেলা কমিটি ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। উপজেলা দু’টি হলো, যশোরের চৌগাছা ও খুলনার ডুমুরিয়া। গতকাল রোববার পৃথক দুই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দিয়েছেন। একইসঙ্গে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য এ দুই উপজেলায় গঠিত কমিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট দু’টির পক্ষে ছিলেন আইনজীবী এম হুমায়ূন কবির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।