Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রকল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে বিশ্ব শান্তির জন্য শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ‘বিশ্ব শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুরে অবস্থিত ট্রাস্ট মডেল একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় শিক্ষা কমিশনের কো-চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জমান আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টাঃ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মো. সবুর খান এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) ডা. মো. রেজাউল হক। ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ণ ও বাস্তবায়ন কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনিস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম তালুকদার।
সম্মেলনে  শিক্ষা, চিকিৎসা এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্য দেশের প্রতিথযশা ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘শিক্ষা শান্তি পদক-২০১৬’ প্রদান করা হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেনÑ বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা আলহাজ সৈয়দ আবুল হোসেন, জাতীয় অধ্যাপক প্রফেসর ডা. শাহেলা খাতুন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর  ড. আলী আকবর, বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর  ইঞ্জি: মাসউদ আহমেদ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, আহসান উল্ল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এএমএম শফিউল্ল্যাহ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন এবং এসআইবিএল ফাউন্ডেশন হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক ডা. লিলি আমিন হক। -বিজ্ঞপ্তি




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ